সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

সালথায় নতুন ইউএনওর মতবিনিময় 

সালথা (ফরিদপুর) প্রতিনিধি 

সালথায় নতুন ইউএনওর মতবিনিময় 

ফরিদপুরের সালথায় নবযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমান বালীর সঙ্গে স্থানীয় মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। 

এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহাদাৎ হোসেন, সালথা সরকারি কলেজের অধ্যক্ষ কৃষ্ণ চন্দ্র বর্মন, নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান, উপজেলা প্রকৌশলী আবু জাফর, বীর মুক্তিযোদ্ধা হালিম মাতুব্বার, কাজী ময়নদ্দীন, ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাবলু, রফিক মোল্লা, সালথা প্রেসক্লাবের সভাপতি সেলিম মোল্লা, সহ-সভাপতি মনির মোল্লা, সাধারণ সম্পাদক নুরুর ইসলামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তার উপস্থিত ছিলেন।

এসময় ইউএনও উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, আমার দরজা আপনাদের জন্য সবসময় খোলা। যে কোন প্রয়োজনে আমাকে আপনাদের পাশে পাবেন। যে কোন তথ্য ও পরামর্শ দিয়ে আমাকে সহযোগিতা করবেন তাহলেই আমরা একটি সুন্দর উপজেলা গড়তে পারবো।

টিএইচ